২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার নাঙ্গলকোট সিলিন্ডার বিস্ফোরণ: ১৭ দিন পর শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ১৭ দিন পর দগ্ধ এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাব্বির হোসেনের মৃত্যু হয়।

সাব্বিরের বাবা সালাউদ্দিন আহমেদ ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ বছর বয়সী নিহত সাব্বিরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায়। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাব্বিরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছিল। ২৪ তারিখ থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গত ১৩ জানুয়ারি বিকেলে নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতাসহ ৩৫ জন দগ্ধ হয়। তাদের মধ্যে আবদুল্লাহ আল নাহিম নামে ১২ বছরের এক শিশুর এক চোখ নষ্ট হয়ে গেছে।

আরো দেখুন
error: Content is protected !!