কুমিল্লায় আজ ঘর পাবেন আরো ৫৮৪ গৃহহীন
নিউজ ডেস্ক।।
সারাদেশে তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ২৬ হাজার ২২৯টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর পাচ্ছেন আজ।
এর মধ্যে কুমিল্লা জেলায় এই পর্যায়ে জমি ও ঘর পাবেন ৫৮৪ পরিবার। তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প থেকে কুমিল্লা জেলায় বরাদ্দ প্রাপ্ত ঘরের সংখ্যা ১ হাজার ৯৭৯ টি। এর প্রথম ধাপে ৪৬৬ টি ঘর প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৫৮৪ টি ঘর প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
আজ কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলা বাদে বাকি ১৫ উপজেলাতেই এই ঘর উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, তৃতীয় পর্যায়ের ৯২৯ টি ঘর বাস্তবায়নাধীন রয়েছে। পূর্বের মত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবারের ধাপের ঘরগুলো নির্মান করা হয়েছে। প্রতিটি পরিবার ঘরের সাথে জমিও পাবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার সরূপ প্রথম ধাপে কুমিল্লায় ৫৯৫ টি ঘর প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ১ হাজার ২৯১ টি ঘরের মধ্যে ১ হাজার ২৬৫টি ঘর প্রদান করা হয়েছে, এর মধ্যে ২৬টি ঘরের জমি নিয়ে আইনী জটিলতা রয়েছে।
সর্বশেষ তৃতীয় ধাপে ১ হাজার ৯৭৯ টি ঘরের মধ্যে প্রথমেই গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ৪৬৬টি ঘর উদ্বোধন করেন এবং দ্বিতীয় ধাপে আজ ২১ জুলাই আরো ৫৮৪টি ঘর উদ্বোধন হবে।