কুমিল্লায় ৫ জন ভূয়া ডাক্তার গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা নগরী ও আদর্শ সদর উপজেলায় শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে র্যাব কুমিল্লা কর্তব্যরত অবস্থায় ৫ জন ভুয়া ডাক্তারতে তাদের কথিত চেম্বার থেকে গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা নিশ্চিত করেছেন।
র্যাব কুমিল্লা জানায়,দীর্ঘদিন যাবৎ বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমিক সার্টিফিকেটধারী কোন রেজিষ্টার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করে আসছে কতিপয় ডাক্তার।
এমন অভিযোগ পেয়ে শুক্রবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে কুমিল্লা নগরীর অমিত মেডিকেল হল ও আদর্শ সদর উপজেলার কালিরবাজারের হৃদয় ফার্মেসী থেকে ৫ জন ভুয়া ডাক্তারকে তাদের চেম্বার থেকে গ্রেফতার করে র্যাব।গ্রেফতারকৃত আসামীরা ভুয়া ডাক্তাররা হলো কুমিল্লা নগরীর দীগাম্বরী তলার মৃত চন্দ্র মোহন দেবনাথের ছেলে অযিত কুমার দেবনাথ (৬৩); সুজানগর এলাকার মমতাজ উদ্দিন আহমেদের ছেলে জসিম উদ্দিন আহমদ(৪২); চকবাজার এলাকার মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আমিনুল হাসান তারেক (২৫); কাপ্তান বাজারের মৃত এ.কে মফিজুল হকের ছেলে এ.কে.এম মোজাম্মেল হক(৪৩) এবং পূর্ব বাগিচাগাঁও এলাকার মৃত নিরাংশু দাসের ছেলে দেবাশীষ দাস(৪১)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রাদান করে আসছে বলে স্বীকার করেছে র্যাবের কাছে ।