১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা আদর্শ সদরে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

👁️মহানগর নিউজ ডেস্ক ✒️
কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন অমান্য করার অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়, লকডাউনের ষষ্ঠ দিনে উপজেলার আমড়াতলী ইউনিয়নের পিয়ারাতলী এলাকায় একটি টেলিকম কোম্পানী খোলা রেখে কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে মোহাম্মদ ফয়সাল।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, কঠোর লকডাউনের প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ রোধে কাজ করছে। ষষ্ঠ দিনেও ১৫ মামলায় ১ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!