২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন-সদস্য পদে ৫ ওয়ার্ডে একক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ৫টি ওয়ার্ডে একক সাধারণ সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৯নং ওয়ার্ড কুমিল্লা (আদর্শ সদর) একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ১২ নং ওয়ার্ডে (মনোহরগঞ্জ)একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নং ওয়ার্ডে (লাকসাম) একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেজর (অব) হাফিজুর রহমান মজুমদার, ১৬ নং ওয়ার্ডে (সদর দক্ষিণ) একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাজী আবদুর রহিম।

যেসব ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা পড়েছে তারা বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হতে যাচ্ছেন। এছাড়া নারী সংরক্ষিত ওয়ার্ড-০৫ (লাকসাম মনোহরগঞ্জ) এ্যাডভোকেট তানজিনা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল তিনটা পর্যন্ত কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা।

রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, যারা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন- যাচাই বাছাইয়ের পরেই জানা যাবে তারা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন কিনা ।

নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৮৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২৬৮০ জন। এর মধ্যে ২০৫৩ পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন। ১৭টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট মুরাদনগরে ২৮৯ জন এবং সর্বনিম্ন ভোট সদর দক্ষিণে ৯১ জন।

জানা গেছে, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭টি ওয়ার্ডের মধ্যে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ১০ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন, ১০ নং ওয়ার্ডে ৭ জন, ১১ নং ওয়ার্ডে ৩ জন, ১২ নং ওয়ার্ডে ১ জন, ১৩ নং ওয়ার্ডে ১ জন, ১৪ নং ওয়ার্ডে ৩ জন, ১৫ নং ওয়ার্ডে ৫ জন, ১৬ নং ওয়ার্ডে ১ জন, এবং ১৭ নং ওয়ার্ডে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।

অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ১ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

আরো দেখুন
error: Content is protected !!