২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।
মুজিব বর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ ডিসেম্বর সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা কামাল আাজাদ এর সভাপতিত্বে কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ.বি.এম খুরশিদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, যুগ্ম সচিব (পার অধিশাখা) আবু নূর মোঃ শামসুজ্জামান, কুমিল্লা বি.এম.এ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল অনুষদের ডিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেনা আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মোঃ
মহসিনুজ্জামান চৌধুরী, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, কুমিল্লা বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. আতাউল রহমান জসিম, কুমিল্লা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক, ডাঃ মোরশেদুল আলম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী আরো অনেক নেতৃবৃন্দ।

আরো দেখুন
error: Content is protected !!