কুমিল্লা-লাকসাম দুই লেনের রেলপথ উদ্বোধন আজ
মহানগরনিউজ ডেস্ক।।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুই লেনের সড়ক উন্নয়নে আরও এক ধাপ এগিয়েছে রেলপথ মন্ত্রালয়।
কুমিল্লা থেকে জেলার লাকসাম জংশন পর্যন্ত ২৪ কিলোমিটার রেলপথের দুই লেনের উন্নয়ন কাজ শেষ হয়েছে।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি এই ২৪ কিলোমিটার নবনির্মিত দুই লেনের উদ্বোধন করবেন।
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, কুমিল্লা থেকে লাকসাম রেলপথের দুই লেন সড়কের কাজ শেষ হয়েছে।
এই সড়কের দূরত্ব ২৪ কিলোমিটার। শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম হয়ে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি কুমিল্লা রেলওয়ে স্টেশনে আসবেন।
এরপর তিনি আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কুমিল্লা-লাকসাম রেলপথের দুই লেন সড়কের উদ্বোধন করবে। এই উদ্বোধনের মধ্যদিয়ে ট্রেন চলাচলের জন্য সড়কটি খুলে দেয়া হবে।
এসময় আরও উপস্থিত থাকবে, রেলপথ মন্ত্রালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলপথ মন্ত্রালয়ের ডিডি, ডিএম, প্রকল্প কর্মকর্তা, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এবং কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।