২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গরু বিক্রির ১২ লাখ টাকার জন্য মালিক-কর্মচারীকে হত্যা

👁️মহানগর অনলাইন ডেস্ক ✒️
কুমিল্লার লালমাইয়ে গরু বিক্রির প্রায় ১২ লাখ টাকার জন্য খামারের মালিক-কর্মচারীকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। খামার মালিক নিহত শরীফের বাবা হাছান আহমেদ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘ঈদুল আজহার চার দিন আগে ছয়টি গরু ১১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে শরীফ। ওই টাকার জন্য শরীফ ও তার কর্মচারীকে হত্যা করে অজ্ঞাত ব্যক্তিরা।’

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী জানায়, ইছাপুরা গ্রামের হাছান আহমেদের ছেলে হায়াতের নবী শরীফ (২৮) গরু লালন-পালন করতো। গত বছর বাড়িতে গরুর খামার করে। পাশাপাশি গ্রামে একটি মুদি দোকান দেয়। ব্যবসায় সহায়তার জন্য কর্মচারী হিসেবে চাকরি দেয় একই গ্রামের আবুল হাশেমের ছেলে ফয়েজ আহমেদ পরানকে (১৮)। প্রতিদিন ব্যবসায়িক কাজ শেষে শরীফের ঘরে ঘুমাতো পরান। মঙ্গলবার সকালে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

হাছান আহমেদ বলেন, ‘গরু বিক্রির টাকার জন্য পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। অজ্ঞাতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে লালমাই থানায় মামলা করেছি।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। শরীফের লাশ ছিল ঝুলন্ত। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন এলে ও লাশের বিভিন্ন আলামত পর্যালোচনা করে মৃত্যুর মূল কারণ উদ্ঘাটন করা হবে।

বুধবার বিকালে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

এর আগে মঙ্গলবার শরীফের লাশ ঘরের দক্ষিণ পাশের কক্ষের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত ছিল। পরানের লাশ খাটের ওপর ছিল। তার গলায় দাগ রয়েছে। নাক মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!