২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ভাড়া বেশি নেওয়ায় সিএনজি চালককে জরিমানা

বুড়িচং প্রতিনিধি।।
ঈদ আসলে সিএনজি ভাড়া বেড়ে যাবে এটি নিয়মে পরিণত হয়েছে ব্রাহ্মণপাড়ায়। এ অনিয়ম ঠেকাতে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ৪ সিএনজি চালককে ৫৯০০ টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রসাশন।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে গত ১৪ ও ১৬ জুলাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে সিএনজি চালকেরা।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে গত ১৪ ও ১৬ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রসাশন।

গতকাল ১৬ জুলাই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে শামসু মিয়া ও জামাল খান নামে দুই সিএনজি চালককে মোট ২৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।

একই কারণে গত ১৪ জুলাই ওমর ফারুক কাছ থেকে ২ হাজার টাকা ও সাইফুল ইসলাম কাছ থেকে ১৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এবেপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে চালকদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!