[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক।।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন।

নিহত হাজতি হুমায়ূন মিয়া (৪৫) কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।

জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জেলা কারাগারের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্টি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তার হাজতী নম্বর ৯৪১/২১। গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, জেলখানা থেকে হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো দেখুন
error: Content is protected !!