[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুগ্ধ করেছে শেখ হাসিনার চমৎকার ভাষণ -কুমিল্লায় মার্কিন রাষ্ট্রদূত

কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমৎকার ভাষণ মুগ্ধ করেছে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয় তুলে ধরেছেন। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের ট্রেনিং কেন্দ্র ও টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন এবং কভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

কভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে বলেও মন্তব্য করেন রবার্ট মিলার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কর্মকর্তারা।

পরে রাষ্ট্রদূত রবার্ট মিলার লাকসামে নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শন করেন। এর আগে আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জুর বাসায় রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন ও সিভিল সার্জন মীর মোবারক হোসেন।

আরো দেখুন
error: Content is protected !!