কুমিল্লায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ইমামদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
তৌহিদ খন্দকার তপু।।
মহানগর প্রতিনিধি।।
নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় ইমামদেরকে সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগমনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুমিল্লা জেলার ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক এই কর্মশালায় অংশ গ্রহন করেন কুমিল্লার বিভিন্ন মসজিদের ইমামগণ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।
আরও উপস্থিত ছিলেন আইসিএমপিডি বাংলাদেশের কান্ট্রিকো-অরডিনেটর মোহাম্মাদ ইকরাম হোসেন, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, কুমিল্লা ইসলামিক ফাউন্ডেসনের উপপরিচালক সরকার সারোয়ার আলম, কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কো-অরডিনেটর মাহবুব আলম এবং অষ্ট্রিয়ার ভিয়েনা থেকে আগত আইসিএমপিডি’র সিনিয়র প্রোজেক্ট ম্যানাজার গোল্ডা মীরা রোমা এবং কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে ৫০ জন ইমামগন উপস্থিত ছিলেন।