[gtranslate]
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাঁটতে বেড়াতে গিয়ে স্ত্রীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা

অনলাইন ডেস্ক।।
জয়পুরহাটে স্ত্রী বিলকিস বেগমকে (৫০) পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সাদেক আলী বাবুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধুনট গ্রামে এ ঘটনা ঘটেছে।

কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাদেক আলী বাবু-বিলকিস বেগম দম্পতি বাড়ি থেকে হাটতে বের হয়। এর অনেক পরেও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়।

এরপর রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি পুকরের পাড়ে বিলকিস বেগমমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

এসময় তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করলেও স্বামী সাদেক নিখোঁজ ছিল।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ঘটনাটির প্রাথমিক তদন্ত করে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সাদেক আলী বাবু তার স্ত্রীকে পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

পরে মঙ্গলবার সকালে পাশের গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্বামী সাদেক আলী বাবুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!