২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় কাউন্সিলর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে আমি মুগ্ধ -বিসিবি পরিচালক

নিজস্ব প্রতিবেদক।।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শনিবার কুমিল্লা টাউনহলে উদ্বোধন হয়ে গেলো কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আকাশছোঁয়া আতশবাজি গানের সুরে মোহিত হয়েছিলো পুরো নগরী।

ক্রিকেট নিয়ে বর্ণাঢ্য এমন আয়োজনে আপ্লুত হয়েছেন উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথী বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, কুমিল্লা শুধু শিক্ষা সংস্কৃতির জনপদ নয়, কুমিল্লা ক্রীড়া অনুরাগীদের জনপদও।

গত কয়েক বছরে তরুণদের ক্রিকেটমূখী করতে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি যে ভূমিকা রেখে চলছে তা অনবদ্য।

এবারের কাউন্সিলর কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে একটি গাড়ী এবং রানারআপ পাবে ৫ লাখ টাকার প্রাইজমানি। এমন আয়োজন দেশের অন্য কোন জেলা সদরে চিন্তাও করা যায় না।

বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কাউন্সিলর কাপ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

বিশেষ অতিথী ছিলেন আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আকরাম খান, কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবদুর রহীম, সদর সার্কেল সোহান সরকার, র ্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাহাউদ্দীন বাহার বলেন, ক্রিকেট নিয়ে এত বড় আয়োজন কোন জেলা সদর করতে পারেনি। কুমিল্লা পেরেছে। তাই অন্য কোন নামে নয় কুমিল্লা নামেই বিভাগ চাই। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রানের দাবী মেনে নিবেন।

বাহাউদ্দীন বাহার আরো বলেন, যে টাউনহলে আজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে সে টাউনহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার এসেছেন৷ তাই কুমিল্লার মাটি ও মানুষের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতালেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, এ্যাশেজ এবং গায়ক মিনার।এছাড়াও দর্শকদের আনন্দ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ ( কাবিলা)।

কুমিল্লা ক্রিকেট কমিটি সূত্রে জানা যায়, ১০ জানুয়ারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বল গড়াবে।

এবারের টুর্নামেন্টে ১নং ওয়ার্ড থেকে খেলবে ইলেভেন ফাইটার্স নাম্বার ওয়ান(এলাকাবাসীর পক্ষে), ২ নং ওয়ার্ডে ছোটরা কিংস ষ্টার, ৩ নং ওয়ার্ডে ওয়েলফেয়ার ইউনাইটেড, ৪নং ওয়ার্ডে রয়েল অব গোমতি, ৫নং ওয়ার্ডে মোগল কিংস, ৮নং ওয়ার্ডে সানরাইজার্স, ১০ নং ওয়ার্ডে গ্ল্যাডিয়র্টস অব টেন, ১১নং ওয়ার্ডে মুন্সেফবাড়ি বয়েস ক্লাব, ১২নং ওয়ার্ডে এনসিসি কিংস, ১৮ নং ওয়ার্ডে সুপার কিংস এইটিন, ২১ নং ওয়ার্ডে হেভেন টুয়েন্টি ওয়ান, ২২নং ওয়ার্ডে সাউথ ইন, ২৭ নং ওয়ার্ডে পাইলট ক্লাব টুয়েন্টি সেভের, ৯নং ওয়ার্ডে বাগিচাগাঁও নাইন ইলেভেন(এলাকাবাসীর পক্ষে), ১৭ নং ওয়ার্ডে সেভেনটির ওয়ারিয়র্স (এলাকাবাসীর পক্ষে)। এছাড়া ১৬ নম্বর দলটি এখনো চুড়ান্ত হবার অপেক্ষায়।

এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ণ দল পাবে প্রোটন সাগা ১৩৩২সিসির মালয়েশিয়ায় ২০২১ মডেলের ০ মাইলেজ ব্র্যান্ড নিউ কার ও রানার্স আপের জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার প্রাইজমানি

আরো দেখুন
error: Content is protected !!