কুমিল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার ৩; একটি প্রাইভেট কার জব্দ
নিজস্ব প্রতিবেদক।।
র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। একটি প্রাইভেট কার জব্দ।
০৬ মার্চ ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে প্রাইভেট কারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার মাদবদী থানার খোরদোনা পাড়া গ্রামের আরব আলী মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া(৩৪); নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাংগীর আলম (৩১) এবং একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে আজিজুল ইসলাম(৩০)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।