১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ফাতেমা বেগম ও রবিউল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এসময় মাদক ব্যবসায়ী ফাতেমা বেগম ভারতী’র কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও রবিউল ইসলাম সিয়াম এর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকা যাত্রীবাহী বাসে তল্লাসী ফাতেমা বেগম (২৮)কে এবং শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা গেইট রবিউল ইসলাম সিয়াম এর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) লতিবুর রহমান ও জিয়াউর রহমান নেতৃত্বাধীন পৃথক টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে পৃথক ঘটনায় মাদক আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!