[gtranslate]
৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ডিমের সঙ্গে ৪০ বোতল ফেন্সিডিল পাচার মামলায় ২ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রুজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর এলাকার নুরু মিয়ার ছেলে হানিফ (৩৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইব্রাহিম মিয়ার ছেলে মো. সেলিম (৩৬)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর এলাকায় দণ্ডপ্রাপ্তদের বহন করা ডিমের সঙ্গে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

রায়ের বিষয়ে জানতে চাইলে কোর্ট পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘আমি অন্য আদালতে থাকায় রায়ের সময় উপস্থিত ছিলাম না। তাই এ বিষয়ে কোনও তথ্য পাইনি। পেলেই জানাবো।

আরো দেখুন
error: Content is protected !!