২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় কলেজের নিরাপত্তাকর্মীকে মারধর, শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ডিগ্রি কলেজের নিরাপত্তাকর্মীকে মারধর ও শিক্ষকদের হুমকি দেয়ার অভিযোগে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।

বহিষ্কৃত শিক্ষার্থী হেলাল উদ্দিন সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার্থী।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, মঙ্গলবার সকালে কলেজ ড্রেস ছাড়া মোটরসাইকেল নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করেন হেলাল। নিয়ম অমান্য করায় কলেজে প্রবেশে বাধা দেন ফটকে থাকা মো. হাবিবুর রহমান নামের এক নিরাপত্তাকর্মী। তখন হেলাল ওই নিরাপত্তাকর্মীকে হুমকি দিয়ে কলেজ ফটক থেকে চলে যান।

ঘটনার কিছুক্ষণ পর হাবিবুর কলেজের পাশের বাজারে গেলে সেখানে হেলাল ও তার সহযোগীরা তাকে মারধর করেন। খবর পেয়ে কলেজ শিক্ষকরা হাবিবুরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির একই দিন রাতে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

ঘটনার পর বুধবার সকালে অভিযুক্ত শিক্ষার্থী হেলাল তার সহযোগীদের নিয়ে কলেজে গিয়ে শিক্ষকদের হুমকি দেন।

এ ঘটনায় কলেজ শিক্ষকদের অভিযোগ, হেলাল এর আগেও শিক্ষক ও কর্মচারীদের একাধিকবার হুমকি দিয়েছে। হেলাল প্রতিনিয়ত কলেজের শৃঙ্খলার পরিপন্থে কাজ করে যাচ্ছেন।

হেলালের এসব কর্মকাণ্ডে শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তারা।

আরো দেখুন
error: Content is protected !!