[gtranslate]
৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা কাপ্তান বাজার এলাকা হইতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় প্রায় ৬ কেজি গাঁজাসহ মোঃ নুরে আলম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

৩১ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ নুরে আলম (২০) ভোলা জেলার দৌলতখান থানাধীন চর ছোটদলি গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে।

প্রেস রিলিজের মাধ্যমে র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ভোলা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!