[gtranslate]
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা হোমনায় প্রবাসী স্বামী হত্যার স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক।।
২০১৩ সালে কুমিল্লার হোমনায় প্রবাসী আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী শাহনাজ বেগম সহ চার জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালতে।

২৭ মার্চ সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এই মামলায় নির্দোষ প্রমাণিত হয় মোঃ শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আবু ইউসুফ মুন্সী জানান, ২০১৩ সালের ৯ ই জুন ঢাকায় যাবার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন ভাই তাজুল ইসলাম। পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মোঃ শাহজাহান, মোঃ কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মোঃ রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ২৭ মার্চ সকালে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন।

আদালতে হাজির মোঃ শাহজাহান নির্দোষ প্রমাণিত হযওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আরো দেখুন
error: Content is protected !!