[gtranslate]
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মহানগর ডেস্ক।।
র‍্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি থানাধীন পশ্চিম ধর্মপুর এলাকা থেকে ০৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর ২০২১ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার পশ্চিম ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০৭ (সাত) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের মজনু আহমেদ এর ছেলে মোঃ মিসাইল আহমেদ(২৪) এবং একই গ্রামের সোহেল খানের ছেলে মোঃ সিফাত (১৯)।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!