২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮ হাজার

নিজস্ব প্রতিবেদক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনে কুমিল্লায় অনুপস্থিত ছিলেন আট হাজার ৮০ জন (৩৮ শতাংশ)। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২১ হাজার ১৪৭ জন।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপে আজ দেশের ২২ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২০ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়।

পরে দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় কুমিল্লায় ২০টি কেন্দ্রে ২১ হাজার ১৪৭ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে অংশ নেন ১৩ হাজার ৬৭ জন। ফলে অনুপস্থিত ছিলেন আট হাজার ৮০ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, কুমিল্লার ১৭ উপজেলায় দুই হাজার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ৮০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শেষে এসব পদ পূরণ করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!