২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্র জব্দ করে। এসময় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চল দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক একটি টিম। র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বুধবার ভোরে বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির কাঁচামাল, অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই বিষয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ দুপুরে ব্রিফিং করবেন।

আরো দেখুন
error: Content is protected !!