২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ‘দুর্ধর্ষ’ সোর্স খোকন কারাগারে

জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ‘দুর্ধর্ষ’ সোর্স খোকন কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ‘দুর্ধর্ষ’ সোর্স হিসেবে পরিচিত খোকন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের নাম ভাঙিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগ রয়েছে।

রোববার (৪ জুলাই) বিকেলে খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। এর আগে শনিবার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘খোকন পুলিশের সোর্স ছিল। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। হেফাজতে ইসলামের সহিংসতায় সে জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আগের তিনটি মামলা আদালতে চলমান। এছাড়াও হেফাজতের সহিংসতায় দায়ের হওয়া চারটি মামলায় তার নাম রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন খন্দকার ঘাটুরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তবে সে পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিল। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সহিংসতার পর স্থানীয় লোকজনকে মামলায় ফাঁসিয়ে দেয়ার কথা বলে চাঁদা আদায় করত সে। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দিত খোকন।

আরো দেখুন
error: Content is protected !!