৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সদরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার:
পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদরের পৃথক দুটি এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ মে দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের রসুলপুর গ্রামের জাফর আলম এর ছেলে মোঃ রবিউল হাসান শামীম(২৮)।

একই দিন সন্ধ্যায় পৃথক অন্য আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাগিচাগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি (বাইশরশি বিশ্বাস বাড়ী) গ্রামের মৃত. কুদ্দুস এর ছেলে মোঃ কাইয়ুম@ কায়েস(৩১)।

এ ঘটনায় আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!