৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নারীকে নিজের গাড়িতে হাসপাতালে নিলেন ওসি

👁️অনলাইন ডেস্ক✒️
স্ত্রী অন্তঃসত্ত্বা। হাসপাতালে নেয়ার জন্য গাড়ি সন্ধানে সড়কে হাঁটাহাঁটি করছিলেন স্বামী। কিন্তু লকডাউনের কারণে কোথাও গাড়ি পাচ্ছিলেন না। অবশেষে তাকে সাহায্য করতে গাড়ি নিয়ে এগিয়ে আসেন চট্টগ্রাম ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

অন্তঃসত্ত্বা নারীর নাম হেনা বেগম (২৬)। তার স্বামী রেজাউল করিম (৩৫) পেশায় ভ্যানচালক। জানা গেছে, চলমান লকডাউন কার্যকরে সোমবার দুপুরে ডবলমুরিং থানার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছিলেন ওসি মোহাম্মদ মহসীন। এ সময় ভ্যানচালক রেজাউল করিমকে পাঠানটুলী এলাকার গায়েবি মসজিদের সামনের সড়কে হাঁটাহাঁটি করতে দেখেন।

এ সময় লকডাউনে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে রেজাউল করিম ওসিকে জানান, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু হাসপাতালে নেয়ার জন্য গাড়ি পাচ্ছেন না। এরপর ওসি নিজের গাড়িতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, অন্তঃসত্ত্বা ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেকোনো প্রয়োজনে তাদের ফোন করতে বলেছি।

আরো দেখুন
error: Content is protected !!