কুমিল্লায় বেশি দামে চিনি বিক্রিতে তিন দোকানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ক্রয় ভাউচার না রেখে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২২ অক্টোবর) সকালে নগরের চকবাজার ও রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কুমিল্লা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা পুলিশের একটি টিম এবং চকবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- চকবাজার এলাকার মেসার্স দিলীপ সাহা (তিন হাজার টাকা), পঙ্কজ এন্টারপ্রাইজ (পাঁচ হাজার টাকা) ও জনতা স্টেশনারি (ছয় হাজার টাকা)।
এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে সরকার নির্ধারিত দামে পণ্য কেনাবেচা করতে নির্দেশ দেওয়া হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।