২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মাছ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি
মাছগুলো রয়ে গেলো। তারা চলে গেলেন। তিতাস উপজেলায় ঘটনা। পুলিশ জানায়, নারায়ণ ও লক্ষ্মণসহ পাঁচ থেকে ছয়জন মাছ কেনার জন্য পিকআপ ভ্যানে গৌরীপুরে মাছের আড়তে যাচ্ছিলেন। মৌটুপী সিকদার রোড এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

কুমিল্লায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাকিয়াখালী গ্রামের শ্রী নারায়ণ দাস ও শ্রী লক্ষণ দাস। তারা দুজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, নারায়ণ ও লক্ষ্মণসহ পাঁচ থেকে ছয়জন মাছ কেনার জন্য পিকআপ ভ্যানে গৌরীপুরে মাছের আড়তে যাচ্ছিলেন। মৌটুপী সিকদার রোড এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

স্থানীয়রা আহতদের তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীনচন্দ্র দাস জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পুলিশ পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করে থানায় এনেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো দেখুন
error: Content is protected !!