[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা চকবাজার ও রাজগঞ্জে ভোক্তা আধিকারের অভিযান; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৮ মে) কুমিল্লা নগরীর চকবাজার ও রাজগঞ্জ বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ইচ্ছেমাফিক দামে নিত্যপণ্য বিক্রি, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা ও অস্বাস্থ্যাকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এসময় অন্য ব্যবসায়ীদেন সতর্ক করা হয় ।সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ তদারকি অভিযানে জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।

আরো দেখুন
error: Content is protected !!