[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় এক শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার কলেজশিক্ষক সুজন হত্যার ঘটনায় ছয়জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পলাতক নয়ন, কামাল ও মিঠুন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস, জাকির হোসেন।

মোট নয় আসামির মধ্যে দুই আসামিকে খালাস দেয়া হয়। বিচারাধীন সময়ে একজনের মৃত্যু হয়।

কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১০ সালের ৮ আগস্ট বিকেল ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজশিক্ষক সাইফুল আজম সুজনকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত কলেজশিক্ষক সুজনের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরো দেখুন
error: Content is protected !!