[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ময়লা ফেলার স্থান (ডাস্টবিন) থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে এলাকাবাসী রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাস্টবিনের মধ্যে একটি বক্সে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পায়।

পরে তারা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে শিগগিরই শিশুটির আসল পরিচয় খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!