কুমিল্লায় ট্রাকর্ভতি আড়াই মন গাঁজাসহ ৩ জন আটক
✒️ মহানগর ডেস্ক
কুমিল্লায় গাঁজাভর্তি ট্রাকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে শনিবার সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিপিসি-২ এর একটি দল। এ সময় ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে ১০২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
তারা হলেন ওমর ফারুক, অবদুল হাদি ও আবদুর রহিম।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনের মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।