[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে নারী সেজে মোবাইল চুরি, দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক।।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় নারী সেজে মোবাইল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জাকারিয়া (২২) ও মো. আমির আহাম্মদ (৩৮)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ জানায়, ২২ আগস্ট দিনগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে এক যুবক নারীর পোশাক পরে চারটি মোবাইল চুরি করে। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করা হয়।

এ ঘটনায় বুধবার (১ সেপ্টেম্বর) পাহাড়তলী থানায় একটি মামলা রুজু হয়। ওইদিনই অভিযান চালিয়ে একটি চোরাই মোবাইলসহ জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তিতে পরদিন (বৃহস্পতিবার) তিনটি চোরাই মোবাইলসহ মো. আমির আহাম্মদকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার দুজনকে ভুক্তভোগীর করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!